• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের উদ্বোধন 

     dailybangla 
    21st Jun 2024 10:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: শুধু বড় শহরকেন্দ্রিক হাসপাতাল বানিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর বিপুলসংখ্যক ক্যান্সার রোগী ও আক্রান্তের ঝুঁকিতে থাকা মানুষের কাছে ক্যান্সারের প্রাথমিক সেবা পৌঁছানো সম্ভব নয়। তাই শহর কিংবা গ্রামের গণমানুষকে সম্পৃক্ত করে ক্যান্সার থেকে সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও চিকিৎসা পরামর্শ প্রদানে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠানক এগিয়ে আসতে হবে। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, ঢাকা চেষ্টা করছে এর পক্ষে জনমত তৈরী, নীতিনির্ধারকদের কাছের গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন ও সেবা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার সেবা দেয়া।

    এ লক্ষ্যে আজ শেরপুর জেলা শহরে ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে যাত্রা শুরু করে শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন। আপাতত: ডায়াবেটিক হাসপাতালের অস্থায়ী কার্যালয় ও সেবাকেন্দ্র কাজ শুরু করলেও অচিরেই নিজস্ব কার্যালয় ও কেন্দ্রে স্থানান্তরিত হবে।।

    আজ সকাল দশটায় শেরপুর ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও বর্তমানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। সরকারের সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো: আব্দুস সামাদ ফারুক ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ক্যান্সার নিয়ন্ত্রণে প্রতিরোধের উপর গুরুত্ব দেন।।

    বিশেষ অতিথি হিসেবে শেরপুর পৌরসভার সম্মানিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোবারক হোসেন, বিএমএ’র সভাপতি ডা. আব্দুল বারেক, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাহের বক্তব্য রাখেন। প্রতিনিধি উপস্থিত থাকবেন। স্থানীয় শিক্ষানুরাগী, সমাজকর্মীগণ ও ঢাকা থেকে কেন্দ্রীয় সংগঠনের ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031