শেষবারের মতো ফিরোজায় নেওয়া হলো বেগম জিয়াকে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির এক যুগের অবসান ঘটিয়ে শেষ বিদায়ে এগিয়ে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বজন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধায় ভেজা পরিবেশে তার মরদেহ নেওয়া হয়েছে প্রিয় মানুষ ও স্মৃতির স্থানগুলো ঘুরে চিরনিদ্রার পথে।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের লাল-সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে করে মরদেহ নেওয়া হয় গুলশানের বাসভবন ‘ফিরোজা’য়। সেখানে স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
এরপর মরদেহ নেওয়া হয় তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে। সকাল সোয়া ৯টার দিকে সেখানে পৌঁছালে আবেগঘন পরিবেশে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার আশপাশের জেলা থেকে ভোর থেকেই নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে রাজধানীতে আসতে শুরু করেন। দলীয় কার্যালয়গুলোতে উত্তোলন করা হয়েছে কালো পতাকা, বিরাজ করছে নীরবতা ও শূন্যতা।
জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা, গুলশান ও আশপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরাও ঢাকায় আসছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
বিআলো/শিলি



