শেষ মুহূর্তে এনজোর গোল, সিটির জয় ভেস্তে গেল
dailybangla
05th Jan 2026 10:48 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলো ম্যানচেস্টার সিটিকে। নির্ধারিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে চেলসির হয়ে সমতা ফেরান বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দুই দফা প্রচেষ্টার পর বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে গ্যালারিতে ছুটে যান তিনি। এই গোলটি চেলসির জন্য হারের ম্যাচ থেকে মূল্যবান এক পয়েন্ট এনে দেয়।
পূর্ণ তিন পয়েন্ট পেলে লিগ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে পারত সিটি। তবে ড্রয়ের ফলে তারা ৪২ পয়েন্টে থেমে থাকে, আর চেলসি উঠে আসে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।
ম্যাচ শেষে দুই দলের কোচই নিজেদের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান।
বিআলো/শিলি



