• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শোকস্তব্ধ দেশ: খালেদা জিয়া আর নেই 

     dailybangla 
    30th Dec 2025 10:56 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

    বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেল ও ভেরিফায়েড ফেসবুক পেজেও আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর জানানো হয়।

    মৃত্যুকালে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

    দীর্ঘদিন ধরে খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ সফল হয়নি।

    ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান। তিনি তিনবার (১৯৯১, ১৯৯৬ ও ২০০১) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির নেতৃত্বে থেকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর দলকে ঐক্যবদ্ধ করে এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তার নেতৃত্বেই ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে।

    রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ, মামলা ও নির্যাতনের মুখে পড়লেও কখনো আপস করেননি। পাঁচটি জাতীয় নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটি আসনেই বিজয়ী হওয়ার বিরল রেকর্ড তার রাজনৈতিক জীবনের অনন্য অর্জন।

    বিএনপি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি ও দাফনের বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

    বাংলাদেশের রাজনীতিতে আপসহীনতা, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক হয়ে থাকা খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031