শ্যামপুরে গণধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি
আসলাম হায়দার: রাজধানীর শ্যামপুরে গণধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। মামলা সূত্রে জানা যায়, তিন মাসে আগে ফেসবুকের মাধ্যমে কদমতলী থানার আলমবাগের আবু সিদ্দীকের পুত্র ফারদিন হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুমিল্লার বরুড়া থানার ভাতেশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা রেবা জাহানের। গত ২৬ /০৭/২৫ তারিখে রেবা জাহানের বড় বোনের সিজার হয়। তার বোন ও শিশুকে দেখতে ফারদিন হোসেন রেবা জাহানকে একটা রিকশায় উঠায়। ফারদিন তাকে কৌশলে শ্যামপুর থানাধীন দক্ষিণ বাংলা হোটেলে নিয়া যায়। তখন রেবা জাহান জানতে চায় হোটেলে কেন? ফারদিন জানায় তার সঙ্গে কিছু কথা বলবে।
হোটেলের ৩ তলায় নিয়ে যায়। ০৪/০৮/২৫ তারিখে আনুমানিক বিকাল সাড়ে ৪টায় হোটেল ম্যানেজার থেকে চাবি নিয়ে ৪১০ নাম্বার রুমে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ফারদিনের সঙ্গে থাকা অপর তিনজন নুরুজ্জামান (৪০) রাব্বী হোসেন ( ৩১) এবং জিহাদ হোসেন (২৮) রুমে প্রবেশ করে ফারদিনের মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে। তখন তারা ভয়ভীতি দেখিয়ে বলে পর্ণোগ্রাফি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারাও ধর্ষণ করে। এ ব্যাপারে শ্যামপুর থানায় একটা ধর্ষণ মামলা হয়। মামলা নং-০৫। তারিখ-০৬-০৮-২০২৫। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কাঞ্চন সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা হলে তিনি জানান, ইতিমধ্যে নুরুজ্জামান, রাব্বী হোসেন এবং জিহাদকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। প্রধান আসামিকে ধরার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাহিরে থাকা আসামি ফারদিন মামলার বাদী রেবা জাহানকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। পাশাপাশি প্রাণহানির হুমকি দিচ্ছে।
বিআলো/ইমরান