শ্রমজীবী চালকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
dailybangla
14th Jan 2026 10:01 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেল জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা চালক নেতাদেরই মূলত এ আলোচনায় আমন্ত্রণ জানানো হয়।
সভায় উপস্থিত চালক নেতারা তাদের পেশাগত সংকট, জীবনযাত্রার চাপ এবং চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন। তারেক রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
বিআলো/শিলি



