শ্রম অধিকারের দাবি করায় চাকরি হারালেন ১৯০ বাংলাদেশি
আর্ন্তজাতিক ডেস্ক: মালয়েশিয়ায় শ্রম অধিকার ও পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরাম ১৯০ বাংলাদেশি শ্রমিককে একযোগে চাকরিচ্যুত করেছে।
অভিযোগ শ্রমিকদের, শুধু চাকরি নয়- তাদের দ্রুত ফেরত পাঠাতে ভিসা বাতিলের উদ্যোগও নেওয়া হয়েছে। এরই মধ্যে অন্তত ১০ জনের ভিসা বাতিল হয়েছে বলে জানা গেছে।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন, অতিরিক্ত সময়ের মজুরি এবং নিয়োগ-ফি ফেরত চাইলে কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত আইনজীবীর সহায়তায় শ্রম আদালত ও অভিবাসন দপ্তরে অভিযোগও জমা দেওয়া হয়। কিন্তু তারা অভিযোগ করেন, কোথাও ন্যায়বিচার পাননি।
মানবাধিকার সংগঠন ওয়ার্কার্স সলিডারিটি নেটওয়ার্ক, সোশালিস অল্টারনেটিভ এবং শিক্ষার্থী সংগঠন আংকাতান কেসুয়ান সিসওয়া সোশালিস কোম্পানির পদক্ষেপকে ‘অমানবিক ও অবৈধ’ বলে নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, মেডিসেরামের শ্রমিকরা বহুদিন ধরেই পাসপোর্ট জিম্মি রাখা, বেতন বিলম্ব এবং হুমকিসহ অমানবিক আচরণের শিকার হয়ে আসছেন।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৪.৫ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাদের অনেকেই কয়েক লাখ টাকা ঋণ করে দেশ ছাড়লেও সেখানে চাকরি, নিরাপত্তা ও ন্যায্য শ্রম অধিকার নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। এই বরখাস্তের ঘটনা আলোচনায় এনে দিয়েছে- বিদেশে ঘাম ঝরানো শ্রমিকরাও ন্যায়বিচারের স্বপ্ন দেখেন, কিন্তু সেই লড়াই এখনও কঠিন।
বিআলো/শিলি



