• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের বিশেষ দূতের সাক্ষাৎ 

     dailybangla 
    05th Feb 2025 9:25 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের যুব, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক বিশেষ দূত H. E. Mr. Jurriaan Middelholf এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সাক্ষাৎকালে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন উদ্যোক্তা তৈরি, দক্ষ জনশক্তি সৃষ্টি, বিকল্প বিরোধ নিষ্পত্তি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ, শ্রম অসন্তোষ নিরসন, শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার বাস্তবায়ন, শ্রম সংস্কার, যুবকদের প্রশিক্ষণ প্রদান এবং আরএমজি সেক্টরের বিকাশ নিয়ে আলোচনা হয়।

    এ সময় উপদেষ্টা বলেন, শ্রম বাজারে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আমরা কর্মসংস্থান অধিদপ্তর নামে নতুন একটি অধিদপ্তর সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পোশাক শিল্পের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% থেকে বৃদ্ধি করে ৯% নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সকল (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ) শ্রমিকদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

    উপদেষ্টা আরও বলেন, শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করছে। বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রমিক প্রতিনিধি এবং মালিক পক্ষ একযোগে কাজ করছে। এক্ষেত্রে,আইএলও, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের বাস্তবসম্মত মতামতকে গুরুত্বারোপ করা হচ্ছে। সকল পক্ষের মতামত অনুযায়ী যুগোপযোগী শ্রম আইন সংশোধন করা হচ্ছে।

    সাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্স Mr Thijs Woudstra, অর্থনীতি এবং প্রাইভেট সেক্টরে উন্নয়ন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি Ms. Sara van Hoeve, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির প্রোগ্রাম কোঅর্ডিনেট Mr. Erik Parigger.

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031