শ্রীপুরে ঘোড়া জবাইয়ের অভিযোগে কসাই গ্রেপ্তার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী (রজ’র মোড়) এলাকায় দুটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির সময় এলাকাবাসীর ধাওয়ায় তিন ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় জবাই করা ঘোড়ার মাংসসহ কসাই রুবেলকে আটক করে গ্রামবাসী। শুক্রবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে আবুল খায়ের (নওদা, ধর্মপাশা) এবং গাজীপুর এলাকার হাসান নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাতে পিকআপে করে দুটি ঘোড়া এনে বেঁধে রাখা হয়। রাত গভীর হলে সেগুলো জবাই করে মাংস প্রক্রিয়া করার চেষ্টা করা হয়। ভোরে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। অভিযোগ আছে, তারা গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে মাওনা, হোতাপাড়া, সালনা এবং জয়দেবপুরের বিভিন্ন খাবারের হোটেলে সরবরাহ করে থাকে। জিজ্ঞাসাবাদের সময় তিনজন ব্যবসায়ী পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে কসাই রুবেলকে পুলিশ আটক করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘোড়া জবাইয়ের কোনো আলামত পাওয়া যায়নি। শুক্রবার (২১ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/ইমরান



