শ্রীপুরে টাকা না পেয়ে বাবা-মাকে মারধর, মাটিতে পুঁতে শাস্তি দিলো গ্রামবাসী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ইটের সুরকি দিয়ে আঘাত করার অভিযোগে খলিলুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করে গর্তে (কোমর পর্যন্ত) পুঁতে রাখে স্থানীয়রা। এ ঘটনায় যুবকের বাবা নুরুদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে আটক করে।
ঘটনাটি ঘটে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (মধ্যপাড়া) গ্রামে, গ্রীণ স্মার্ট পোশাক কারখানা সংলগ্ন এলাকায়। খলিলুর রহমান ওই গ্রামের নুরুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে এলাকাবাসী ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকেরা ঘটনাস্থলে ভিড় জমান। ছেলেকে গর্তে পুঁতে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ভুক্তভোগী মা খোদেজা বেগম জানান, কয়েকদিন আগে ঘরভাড়ার আড়াই হাজার টাকা তুলে ছেলেকে জমা দিয়েছিলেন। শনিবার সকালে খলিল ওই টাকা ফেরত চাইলে তিনি বিদ্যুৎ বিল, বাজার ও ওষুধ কেনার কথা বলে টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে খলিল ইটের সুরকি ছুড়ে মারলে তা তার পায়ের টাকনুর কাছে লাগে এবং তিনি আহত হন। তিনি আরও অভিযোগ করেন, টাকা না দিলে ছেলেটি আগেও তাকে মারধর করেছে।
খোদেজা বেগম বলেন, তার ছেলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ছোটবেলায় দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও পরবর্তীতে নিয়মিত চিকিৎসা করানো হয়নি। তিনি দাবি করেন, মাঝে মাঝে নেশার কারণে ছেলের আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে।
খলিলের ভাবি রেহেনা আক্তার বলেন, সকালে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন খলিল তার মাকে মারধর করছে। পরে স্থানীয় লোকজন ও মুরুব্বিরা তাকে আটক করে গর্তে মাটি চাপা দেন। একপর্যায়ে সে নিজেই উঠে গেলে আবার ধরে বেঁধে রাখা হয়।
খলিলের বাবা নুরুদ্দিন জানান, টাকা চাওয়া নিয়ে ছেলের সঙ্গে তার মায়ের ঝগড়া হয় এবং ছেলেটি মাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর ও গর্তে পুঁতে রাখে। তবে গর্তে পুঁতে রাখার ঘটনায় তিনি সরাসরি কিছু বলতে পারবেন না বলে জানান। তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের কারণে তিনি দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আবুল বাশার বলেন, মাকে মারধরের ঘটনায় বাবা নুরুদ্দিন বাদী হয়ে ছেলে খলিলুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিআলো/ইমরান



