শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’এই প্রতিপাদ্যে নিয়ে বর্ণিল আয়োজনে মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম মেলার বিভিন্ন স্টোল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন প্রজাতির দেশি ফল প্রদর্শন করা হয়। মেলায় স্থানীয় কৃষক, কৃষিবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “দেশি ফল শুধু পুষ্টিতে সমৃদ্ধ নয়, আমাদের সংস্কৃতিরও অংশ। দেশি ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তাল ইত্যাদির পুষ্টিগুণ অনেক বেশি। এসব ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে। তাই বিদেশি ফলের প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে, দেশি ফলের চাষ ও ভোগ বাড়ানো জরুরি।
স্থানীয় কৃষক মহিদুল ইসলাম জানান, এ ধরণের মেলা আয়োজনে ফল উৎপাদনকারীদের মাঝে উৎসাহ ও উদ্যম বাড়ায়। আমরা চাই আগামী প্রজন্ম দেশি ফল চিনবে, খাবে এবং ফলের গাছ লাগানোর প্রতি আগ্রহী হবে।
এছাড়া বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলা থেকে ১৩০ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০ টি ও ৫ শত ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে ২ হাজার ৭৫০ টি মোট তিন হাজান ৪০০ টি নারিকেল গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যাণার্জী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির।
বিআলো/তুরাগ