শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা–অভিভাবক সমাবেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা/অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন এবং দাতা সদস্য আজিজুল হক সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, নাজমুল ইসলাম, সেলিমা রেজা, আইরিন সুলতানা, হাবিবুল্লাহ খান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম সুমন, সাবেক সভাপতি আনিসুর রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক ও শিশু সংগঠক আবু সাঈদসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাসুদ ভূঁইয়া বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের উন্নত ফলাফলের জন্য শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সন্তানের মেধা বিকাশে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর। তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানের প্রতিভা ও প্রয়োজন বুঝে যথাযথ তত্ত্বাবধান করা। এতে তারা সঠিকভাবে বিকশিত হতে পারে।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড ও পুরস্কার বিতরণ করা হয়।
বিআলো/ইমরান



