• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, জনগণের সরকারই আসবে: আমিনুল হক 

     dailybangla 
    08th Jul 2025 10:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, সফল হবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকারই প্রতিষ্ঠিত হবে।

    মঙ্গলবার (৮ জুলাই) গুলশান থানা বিএনপির আয়োজনে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, যাদের ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার যোগ্যতা নেই, তারাই এখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না, কারণ এই পদ্ধতি দেশের জনগণের মতের বিরুদ্ধে।

    প্রস্তাবিত পিআর পদ্ধতিকে ‘অগণতান্ত্রিক ও অস্বচ্ছ’ আখ্যা দিয়ে আমিনুল হক বলেন, “আপনি জানবেন না কে হবেন আপনার সংসদ সদস্য-এমন পদ্ধতি জনগণ মেনে নেবে না।

    তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। “এই ষড়যন্ত্রকারীরা নজরদারিতে রয়েছে,” বলেন তিনি। জাতীয় নির্বাচনের পর তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

    তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার সরকারের পতনের পর আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়ন হবে তারেক রহমানের নেতৃত্বেই।

    সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর যারা দলের প্রতি একনিষ্ঠ থেকেছেন, মামলা-হামলা সত্ত্বেও আন্দোলনে সক্রিয় ছিলেন, কেবল তাদেরই সদস্যপদ নবায়ন করা হবে। আওয়ামী লীগের সাথে আতাত করা ব্যক্তিদের জন্য দলে কোনো জায়গা নেই।

    দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, যদি কেউ আওয়ামী ঘরানার কাউকে সদস্যপদ নবায়ন করে দেন, সেই দায় সংশ্লিষ্ট সদস্য সংগ্রহকারীকেই নিতে হবে। দল তখন সাংগঠনিক ব্যবস্থা নেবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। অচিরেই তিনি দেশে ফিরবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন।

    অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শিল্পপতি কামাল জামান মোল্লা।

    সভায় সভাপতিত্ব করেন গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস. এ. মামুন এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবির।

    এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতা এস. এম. জাহাঙ্গীর হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজসহ অনেকেই।

    বিকেলে বনানী থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিনুল হক।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930