ষাটনল বহুমুখী উন্নয়ন ও কল্যাণ সমিতির দ্বিবার্ষিক কমিটির দায়িত্ব হস্তান্তর
dailybangla
03rd Sep 2025 11:59 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল বহুমুখী উন্নয়ন ও কল্যাণ সমিতির দ্বিবার্ষিক কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা এনামুল হক বাবুল ও অন্যান্য উপদেষ্টাগণ নতুন কমিটির সভাপতি গোলজার আলম দেওয়ান এবং সেক্রেটারি মাহবুব আলম মিয়াজি-এর হাতে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি ও সেক্রেটারি আশা প্রকাশ করেন যে, তারা সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করতে পারবেন। একই সঙ্গে কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় তারা সমিতির সফলতা ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ