“সংবাদপত্র এখনো ফ্যাসিবাদের ছায়া থেকে মুক্ত নয়” তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “৫ আগস্টের পর ফ্যাসিবাদী সরকারের পতনে গণমাধ্যম কিছুটা মুক্ত হলেও এখনো তা পুরোপুরি স্বাধীন নয়।”
সোমবার (১৬ জুন) সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মূল ভিত্তি। এই স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হয় না।”
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন শাসকগোষ্ঠী দেশে একদলীয় বাকশাল ব্যবস্থা চাপিয়ে দিয়ে অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেয়। এতে বহু সাংবাদিক চাকরি হারান ও জাতীয় জীবনে এক নিঃশব্দতা নেমে আসে।
তারেক রহমান বলেন, “স্বাধীনতা-পরবর্তী সময়ে যেভাবে বাক-স্বাধীনতা হরণ করা হয়, তাতে স্বাধীনতার চেতনার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তবে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন।”
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা সরকার নানা কালাকানুন তৈরি করে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে রেখেছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মতো ‘ড্রাকোনিয়ান’ আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র শুধু দুর্বলই নয়, ঝুঁকির মধ্যেও পড়ে। তাই গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিআলো/সবুজ