• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভায় যেসব সিদ্ধান্ত হলো 

     dailybangla 
    14th Oct 2024 12:24 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমিশনের কর্মপরিধি এবং কার্যপদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

    খুব শিগগিরই কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের পরবর্তী বৈঠক আগামী ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া বৈঠকে।

    সভায় অংশ নেয়া কমিশনের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম। কমিশনের সদস্য ড. শরীফ ভুঁইয়া ভ্রমণে থাকার কারণে অংশ নিতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন।

    সভার শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ‘অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগকৃত সংবিধান সংস্কার কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও নির্যাতিতদের; স্মরণ করছে স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের।

    গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিহত-আহত-নির্যাতিতদের কমিশন স্মরণ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, কমিশন তাদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031