সংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন
মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট আলাদাভাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করে।
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায় আবুধাবির দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ, এবং দুবাইয়ের কনস্যুলেটে পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন, যা পুরো পরিবেশকে এক আবেগঘন ও গৌরবময় মাত্রা দেয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস ও কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, শহীদদের বীরত্ব ও স্বাধীনতার তাৎপর্য স্মরণ করেন। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতে বাংলাদেশকে আরও সুন্দরভাবে উপস্থাপনার অনুরোধ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বলেন, ‘বিজয় অর্জনের ৫৪ বছরে যে অপূর্ণতা রয়ে গেছে, ২৪-এর অভ্যুত্থান তা পূর্ণ করার সুযোগকে আরও প্রসারিত করেছে।’ সকালের কর্মসূচির শেষ পর্বে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিআলো/এফএইচএস



