সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন
মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনফারেন্স হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’। গত ২ আগস্ট, শনিবার সন্ধ্যায় আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়ার আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। শ্রম কাউন্সেলর আব্দুস সালামের সঞ্চালনায় প্রবাসীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী সালাউদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদসহ আরও অনেকে। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, “জুলাই আন্দোলনের সময় যখন দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীরাই প্রতিবাদকে জিইয়ে রেখেছিলেন। রেমিট্যান্স শাটডাউন ছিল সেই সময়ে এক শক্তিশালী প্রতিবাদের মাধ্যম, যা সরকারের ওপর গুরুত্বপূর্ণ চাপ তৈরি করেছিল।”
তিনি আরও বলেন, “আমরা দেশের প্রতি দায়িত্বশীল থাকবো, তবে আমাদের অবস্থানরত দেশ — সংযুক্ত আরব আমিরাতের আইনকানুনও যথাযথভাবে মানতে হবে। আমাদের আচরণে যেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।”
অনুষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যেখানে আন্দোলনের পটভূমি ও প্রবাসীদের ভূমিকা তুলে ধরা হয়। একইসঙ্গে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে সম্মান জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগ ও দেশের প্রতি ভালোবাসা গভীরভাবে অনুধাবন করা হয়।
বিআলো/তুরাগ