• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংষ্কার ছাড়া নির্বাচন হবে না, একথা জনগণ মানে না: আমিনুল হক 

     dailybangla 
    23rd Apr 2025 2:58 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর লুটপাট ও দুর্নীতির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে যারা ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং তা একটি নির্বাচিত সরকার করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরস্হ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মোহাম্মদপুর থানা বনাম ভাষাণটেক থানার খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় ফুটবল ও ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনের দুর্নীতিবাজ ব্যক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের ধ্বংস ও লুটপাটের পরেও যে সকল স্বৈরাচারের দোসররা এখনো বহাল রয়েছেন তারা যদি মনে করেন আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই দেশের ক্রীড়া প্রেমী মানুষ আপনাদের প্রতি ক্ষুব্ধ।

    সংষ্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, যারা রাষ্ট্র সংষ্কার এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে, এদেশের জনগণ এটাকে কখনোই সমর্থন করে না। সংষ্কার ছাড়া নির্বাচন হবে না, একথা জনগণ মানে না।

    নির্বাচন এ বছরের ডিসেম্বরের ভিতরেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পরিপূর্ণ সংষ্কারের জন্য, শেখ হাসিনাসহ তার স্বৈরাচারের দোসরদের বিচারের জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন এই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই পারবে দেশকে পরিপূর্ণ ভাবে সংষ্কার করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।

    এসময় বিএনপি চেয়াপারসন উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, হাজী মোঃ ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, ইবরাহীম খলিল, তাসলিমা রিতা, এছাড়াও তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী, মোহাম্মদপুর থানা বিএনপি আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, মিজানুর রহমান ইসহাক, ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এ্যাড. মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, থানা সদস্য হাজী নিজাম উদ্দিন, ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ভাষাণটেক থানা বিএনপি আহবায়ক আব্দুল কাদির, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

    মোহাম্মদপুর থানা বনাম ভাষাণটেক থানার মধ্যকার ম্যাচে ২-০ গোলে মোহাম্মদপুর থানা জয়ী হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031