• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংসদ নির্বাচনের ব্যালটের কাগজ দিচ্ছে কেপিএম 

     dailybangla 
    11th Nov 2025 2:03 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)।

    বিসিআইসির কাগজ উৎপাদনকারী এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নির্বাচন কমিশন ৯১৪.০০৯ টন কাগজ ক্রয় করছে, যার বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। এর মধ্যে ১৭৮.০০৯ টন কাগজ ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। বাকি ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

    কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্ বাসসকে জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পাওয়া গেছে।

    তিনি আরও জানান, নির্বাচন কমিশনের পাশাপাশি বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, এবং কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও কেপিএম প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পেয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

    কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক দপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মিলটির কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫০০ টন, যার সম্ভাব্য বাজারমূল্য ৪০ থেকে ৪৫ কোটি টাকা। বর্তমানে কারখানায় পূর্ণদমে উৎপাদন কার্যক্রম চলছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031