সংসদ নির্বাচনে অংশ নিয়েছি শুধু সেবা ও উন্নয়নের লক্ষ্যে: মাকসুদ হোসেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ফুটবল প্রতীক নিয়ে প্রচারণার দ্বিতীয় দিনেই ব্যাপক সাড়া ফেলেছেন। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টানা গণসংযোগ ও পথচারী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী মাঠে এক ধরনের “ফুটবল জোয়ার” তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ১২নং ওয়ার্ডের খানপুর, উত্তর চাষাড়া ও মিশনপাড়া এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করেন মাকসুদ হোসেন। প্রচারণা শেষে তিনি চাষাড়া বাগে জান্নাত মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি ১৩নং ওয়ার্ডের চাষাড়া, আমলাপাড়া ও জামতালা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। দিনব্যাপী প্রচারণার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রচারণাকালে প্রতিক্রিয়া ব্যক্ত করে মাকসুদ হোসেন বলেন,
“আজকের প্রচারণায় এসে বুঝতে পেরেছি ফুটবল প্রতীকের পক্ষে একপ্রকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনে কোনো ধরনের ভয়ভীতি বা বাধার ঘটনা ঘটেনি। এখানে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড বজায় আছে।”
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা অতীতে যাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদের কাছ থেকে আপনারা কী পেয়েছেন—তা আপনারা যেমন জানেন, আমরাও জানি। সুতরাং আমরা আপনাদের কিছু চাপিয়ে দিতে চাই না। আপনারাই ভালো বিচার-বিশ্লেষণ করবেন।”
নিজের প্রার্থিতা প্রসঙ্গে মাকসুদ হোসেন বলেন, “আমি এবার নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি শুধুমাত্র আপনাদের সেবা এবং উন্নয়নের লক্ষ্যে। অতীতে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন—কে কতটা বাস্তবায়ন করেছেন, সেটা আমি বলতে চাই না। এখন আপনারা যদি মনে করেন আমাকে নির্বাচিত করবেন, তাহলে আমি নির্বাচিত হয়ে আমার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব।”
গণসংযোগকালে মাকসুদ হোসেনের সঙ্গে তার অনুসারী নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। পুরো প্রচারণা জুড়ে উৎসবমুখর পরিবেশ ও জনসাধারণের আগ্রহ লক্ষ্য করা যায়।
বিআলো/তুরাগ



