• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংস্কারের জন্য প্রতিটি রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন: উপদেষ্টা সাখাওয়াত 

     dailybangla 
    28th Sep 2024 10:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নৌ-পরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দেশের সকলের মানবাধিকার সমুন্নত রাখতে দেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।

    তিনি আজ শনিবার এক সংলাপে বলেন, আমাদের অবশ্যই নাগরিকদের রক্ষা করতে হবে। সব নাগরিকের অধিকার রক্ষা করা আপনাদেরও (রাজনৈতিক দলগুলোর) দায়িত্ব। সিজিএস চেয়ারপারসন মুনিরা খানের সভাপতিত্বে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নগরীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর ‘ডায়লগ ফর ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘মানবাধিকার’ বিষয়ক সংলাপের আয়োজন করেন।

    পুলিশ বাহিনী সংস্কারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকারের পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘হাসিনা যদি আরও তিন-চার দিন টিকতেন, আপনি আমাকে তার আয়নাঘরে (গোপন কক্ষে) দেখতে পেতেন।

    রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি প্রয়োজনীয় সময় চেয়ে বলেন, ‘আমাদের প্রতিটি রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন’। সুশীল সমাজের সদস্যরা অনেক উপদলে বিভক্ত উল্লেখ করে উপদেষ্টা একটি ঐক্যবদ্ধ নাগরিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে হবে এখানে আপনাদের উপস্থাপিত প্রতিটি পয়েন্ট আমি নোট করেছি। এগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।

    সংলাপে বক্তব্য রাখেন-সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, আইন ও সালিশ কেন্দ্রের (আসকে) নির্বাহী পরিচালক মো. নূর খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আলেনা খান, রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মো. আশরাফ কায়সার, জি-৯-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, জোরপূর্বক গুমের শিকার পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম মায়ের ডাক এর আহ্বায়ক সানজিদা ইসলাম টুলী, আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব মো. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজনৈতিক পর্যবেক্ষক সালেহ আহমেদ, গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌহিদ সিয়াম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থী নাইমা আক্তার রিতা প্রমুখ।

    বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পুলিশ কমিশন গঠনের পরামর্শ দেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930