সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে জনমত গড়তে মাঠে নামছেন এনসিপির তিন নেতা
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজনকে ‘গণভোটের এম্বাসেডর’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সারা দেশের ২৪৩টি আসনে গণভোটের এম্বাসেডরদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে জেলার যুগ্ম সদস্য সচিব আবু আব্দুল্লাহ, মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও সদর আংশিক) আসনে সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ তালুকদার গণভোটের এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব ৩০টি আসনে এনসিপির নেতারা শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন সেসব আসনে গণভোটের এম্বাসেডর দেওয়া হয়নি। বাকি আসনগুলোতে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রার্থীরা তাদের দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটের পক্ষে কাজ করবেন এম্বাসেডরদের মাধ্যমে।
এ বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের গণভোটের এম্বাসেডর মো. আরিফুল ইসলাম বলেন, এবার ভোট দুটি একটি সরকার গঠনের জন্য দলীয় প্রতীকে, আরেকটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। আমরা যারা রাষ্ট্রের সংস্কার চাই, তারা গণভোটে হ্যাঁ ভোট দেব এবং জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাব।
বিআলো/আমিনা



