সংস্কার ও নির্বাচনের সমন্বয়ে দেশ এগিয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ
মো.মনির হোসেন,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, তাদের সঙ্গে এনসিপি জোট করতে প্রস্তুত। তিনি বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে কোনো জোট সম্ভব নয়।
১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সমবায় ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “সংস্কার ও নির্বাচন-দুটিই সমান গুরুত্বপূর্ণ। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসবে, আর নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল থাকবে। তাই আমরা সংস্কার ও নির্বাচনের দ্রুত বাস্তবায়ন চাই।” তিনি ভারতীয় আধিপত্যবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, এনসিপি নভেম্বরের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করবে। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



