• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংস্কৃতি অঙ্গনের সেরাদের হাতে সিজেএফবি অ্যাওয়ার্ড 

     dailybangla 
    18th Oct 2025 11:13 pm  |  অনলাইন সংস্করণ

    চীন মৈত্রী কেন্দ্রে তারকাদের মিলনমেলা
    চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যের শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সিজেএফবি অ্যাওয়ার্ডের সন্ধ্যা

    নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় জুরিবোর্ডের রায়ে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই জমকালো আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তামিম হাসান।

    অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, “একুশে টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় নিরলসভাবে কাজ করছে। সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করলে দেশ এগিয়ে যাবে, আর দেশীয় সংস্কৃতি এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।”

    সিজেএফবি’র যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান বলেন, “জমকালো আয়োজনে ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবছরই দেশের শোবিজ অঙ্গনের গুণী ও মেধাবী শিল্পীদের স্বীকৃতি দিতে চাই। এই পুরস্কার শুধু সম্মাননা নয়, এটি ভালো কাজের অনুপ্রেরণাও। সিজেএফবি বরাবরই দেশের সাংস্কৃতিক অগ্রগতির পথে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।”

    মনোজ্ঞ এই আয়োজনের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন-কে প্রদান করা হয় স্পেশাল অ্যাওয়ার্ড। এরপর রাতের এই আলো ঝলমলে আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

    চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা এবং বেস্ট ক্রিটিকস (ফিমেইল) অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জিয়াউল হক পলাশ, আর ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ।

    সংগীত বিভাগে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল, সেরা গায়িকা হয়েছেন সোমনূর মনির কোনাল। সেরা মিউজিক কম্পোজার হিসেবে সম্মাননা পেয়েছেন প্রিন্স মাহমুদ, আর সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন আসিফ ইকবাল।

    এছাড়াও বর্ণাঢ্য এই আয়োজনে সংস্কৃতি ও কর্পোরেট অঙ্গনের ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় সিজেএফবি জুরি অ্যাওয়ার্ড।

    তারকাখচিত এই সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বেবী নাজনীন, কোনাল, ইমরান ও ঐশী। নৃত্য পরিবেশে মুগ্ধ করেন পূর্ণিমা, চাঁদনী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, সজল ও তাসনুভা তিশা।

    আলো, সুর ও নৃত্যের মেলবন্ধনে সিজেএফবি অ্যাওয়ার্ড হয়ে ওঠে সংস্কৃতি অঙ্গনের এক অবিস্মরণীয় ও ঝলমলে রাত।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031