সচিবালয়ের আন্দোলনের নামে সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না: ফুয়াদ সাকি
নিজস্ব প্রতিবেদক: মৌলিক বাংলার সাধারণ সম্পাদক ফুয়াদ সাকি বলেছেন, জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন। এখন আপনারা অফিস চলতে দেবেন না বলে হুমকি দেন। ৫ আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু কেউ পদত্যাগ করেন নাই। সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না রাষ্ট্র সংস্কারে বাধা নয় আলোচনায় সমস্যার সমাধান হোক।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্র সংস্কারে বাধা নয় আলোচনা হোক দাবিতে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন আমজনতা পাটির মুখপাত্র তারেক, গণফোরামের তরুণ নেতা মধু সহ মৌলিক বাংলা পাটির নেতৃবৃন্দ।
আমজনতা পাটির মুখপাত্র তারেক বলেন, জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না দেওয়া পর্যন্ত রাষ্ট্র সংস্কারের উদ্যোগ সফল হবে না। যারা মনে করেন নির্বাচনের আগে সংস্কার হওয়া উচিত, তাদের বুঝতে হবে যে এই সংস্কারগুলো সফল হতে জনগণের সঙ্গে সত্যিকার অর্থে সংযুক্ত লোকদের প্রয়োজন।
এনসিপির হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গে বলেন হাসনাত কথায় কথায় হুমকি দামকি দেন, চল রাজু ভাস্কর্যের যাই ,সবকিছুই অচল করে দেয়ার, বাস্তবে কি তাদের কথা শুনছে, তাদের দুমুখী আচরণ মানুষ বুঝে ফেলেছে।
গণফোরামের তরুণ নেতা বলেন, ৫ আগস্টের আগে কোনো সচিব, কোনো আমলা বা কোনো কর্মকর্তা-কর্মচারী কি পদত্যাগ করেছেন। একজনও কি পদত্যাগ করেছেন। রাস্তার মধ্যে নাগরিকদের যে এভাবে গুলি করে হত্যা করছিল, তখন কি একজন সচিব বা আমলার পদত্যাগের খবর এসেছিল? কিন্তু এই সরকারের কার্যক্রম শুরু হওয়ার পর তাঁরা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।
বিআলো/তুরাগ