• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, জুরাইনবাসীর দুর্ভোগে মানববন্ধন 

     dailybangla 
    14th Sep 2025 4:33 pm  |  অনলাইন সংস্করণ

    ২০ বছর পর সংস্কার শুরু হলেও খুঁটি না সরায় বন্ধ অ্যাম্বুলেন্স-স্কুলভ্যান চলাচল, ডিপিডিসির নীরবতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ, জনস্বার্থে দ্রুত সমাধানের দাবি

    ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন এলাকার রজ্জব আলী সরদার রোড এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতার পর অবশেষে যখন রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে, তখনই দেখা দিয়েছে নতুন এক বিপত্তি। রাস্তার একেবারে মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটিগুলো এখন এলাকাবাসীর জীবনযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) এসব খুঁটি অপসারণের দাবিতে রাস্তায় নেমে আসে স্থানীয়রা। তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    চলাচলে দুর্বিষহ ভোগান্তি

    এলাকাবাসীর অভিযোগ, খুঁটিগুলো রাস্তার সীমানা থেকে প্রায় ৩-৪ ফুট ভেতরে অবস্থান করছে। ফলে ছোটখাটো গাড়িও সাবধানে চালাতে হয়। আর অ্যাম্বুলেন্স, স্কুলভ্যান কিংবা মালবাহী ট্রাক একেবারেই চলাচল করতে পারছে না। অনেক সময় রোগী বা জরুরি মালামাল পৌঁছাতে গিয়ে পড়তে হচ্ছে মারাত্মক সমস্যায়।

    স্থানীয় বাসিন্দা মোঃ সালাহ উদ্দিন আহমেদ বলেন, “প্রায় ২০ বছর পর আমাদের সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। কিন্তু খুঁটিগুলো এখনই সরানো না হলে রাস্তা পাকা হওয়ার পর সমস্যাটা আরও স্থায়ী হয়ে যাবে। তখন কেবলই ভোগান্তি বাড়বে।”

    লিখিত অভিযোগে সাড়া নেই

    এই সমস্যা সমাধানে এলাকাবাসী গত ২ সেপ্টেম্বর ডিপিডিসির প্রধান নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনপত্রে খুঁটির সঠিক অবস্থান ও ছবি সংযুক্ত করে তারা দ্রুত সমাধানের অনুরোধ জানান। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কেবল একদিন পরিদর্শনে এসে দেখা হলেও এর পর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

    বিকল্প পথেও সীমাহীন সমস্যা

    জুরাইন থেকে মাওয়া-যাত্রাবাড়ী-সিলেট মেইন রোডে ওঠার জন্য এই সড়কটি এলাকাবাসীর একমাত্র প্রধান পথ। বিকল্প পথ থাকলেও তা সরু ও অনেক ঘুরপথ হওয়ায় যাতায়াতে সময় ও খরচ দুই-ই বেড়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই নিত্যযাত্রী থেকে শুরু করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, এমনকি জরুরি প্রয়োজনে রোগীবাহী যানবাহনের যাত্রীদের পড়তে হচ্ছে ভয়াবহ দুর্ভোগে।

    মানববন্ধনে ক্ষুব্ধ মানবকণ্ঠ

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তারা বহুদিন ধরে এই ভোগান্তি সহ্য করছেন। “আমরা প্রতিদিন খুঁটির কারণে দুর্ঘটনার শঙ্কায় থাকি। রাতে কোনো গাড়ি বা মোটরসাইকেল ধাক্কা খেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্ব দিচ্ছে না,”— বলেন এক স্থানীয় বাসিন্দা।

    ডিপিডিসির নীরবতা, জবাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

    যদিও এ বিষয়ে ডিপিডিসি জুরাইন এনওসিএস কার্যালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসীর প্রত্যাশা—অবশেষে কর্তৃপক্ষ জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে খুঁটিগুলো সরিয়ে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

    বিআলো /নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930