সড়কে পানি, ধান রোপণ করে স্থানীয়দের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বৃষ্টি হলেই হাঁটু সমান পানি আর কাদায় ভরে যায় সড়ক। ফলে রোগী বহনে কাঁধে ভর দিতে হয়, শিক্ষার্থীদের বই হাতে পিছলে পড়ে বাড়ি ফিরতে হয়—এমন দুর্ভোগ দীর্ঘদিন ধরে সহ্য করলেও সড়ক নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ধানের চারা রোপণ করে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর দেবিনগরের স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৩ জুলাই) দুপুর ৩টার দিকে চর দেবিনগরের মরা নদী সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের অধিকাংশ অংশই পানিতে ডুবে রয়েছে। হাঁটু সমান কাদা ও গর্তে পরিণত হওয়া সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়রা জানায়, গোলাম মোহাম্মদ আলী মোড় থেকে কামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এই সড়ক দিয়ে অন্তত ৩০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন।
স্থানীয় বাসিন্দা তৌহিদ আলম বলেন, সারাদেশে উন্নয়নের জোয়ার বইলেও আমাদের এলাকায় সেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কে শুধু কাদা আর গর্ত। ছোটখাটো বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়।
আরেকজন কৃষক আলি হাসান বলেন, বৃষ্টিতে ফসল ঘরে তোলা যায় না। রাস্তায় কাদা জমে থাকায় বাজারেও নিতে পারি না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
ইমাম হোসেন নামে এক অভিভাবক বলেন, এই সড়কের আশেপাশে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিশুরা প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুলে যায়। নিরাপদ ও সহজ চলাচলের জন্য দ্রুত সড়ক নির্মাণ প্রয়োজন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি এলজিইডি কার্যালয়ে একাধিকবার জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি।
দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, সড়কটি এখনো অবহেলিত। তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।
স্থানীয়রা সড়কটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে বলেন, আর শুধু আশ্বাস নয়, আমরা বাস্তব কাজ চাই।
বিআলো/এফএইচএস