সড়ক আটকে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
dailybangla
17th Nov 2024 12:57 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
জানা যায়, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ। এসময় তাদের আন্দোলন না করার আহ্বান জানায়। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়। এতে দু’পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় দীর্ঘ যানজট। এতে ভোগান্তি পড়ে যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
শিক্ষার্থীদের দাবি, করোনাকালীন লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও, তা এখনও চলমান। এতে করে মেধার সঠিক মূল্যায়ন করা হয় না বলে দাবি তাদের।
বিআলো/শিলি