সতর্কতামূলক ব্যবস্থা ছাড়া সড়ক সংস্কার, আতঙ্কে মাধবপাসা ব্রিজের পথচারী ও চালকরা
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক মেরামতের কাজ চললেও সেখানে কোনো ধরনের সতর্কতামূলক নোটিসবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পথচারী ও চালকরা আতঙ্কিত। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও মেরামতের বিষয়ে চালকদের আগাম জানানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দ্রুতগতিতে চলাচলকারী যানবাহন হঠাৎ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।
স্থানীয় গাড়িচালকরা জানান, সতর্কতামূলক সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাগ্যক্রমে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো গেলেও যেকোনো সময় গুরুতর দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত সময়ের মধ্যে মেরামত স্থলে প্রয়োজনীয় সতর্কতামূলক নোটিসবোর্ড, ব্যারিকেড এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। তারা উপজেলা নির্বাহী অফিসার মিস আসমা উল হুসনার দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিআলো/ইমরান



