সত্য ও ঐক্যের অঙ্গীকারে ডি এ তায়েব ফ্যান ক্লাবের নতুন কমিটি
সভাপতি এপেক্স সাঈদ আহসান, সাধারণ সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী
নিজস্ব প্রতিবেক: “মিথ্যা নয়, সত্যই হোক আমাদের একতা”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার চিত্রনায়ক ডি এ তায়েবের অফিসিয়াল ফ্যান ক্লাবের ২০২৬ সালের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এপেক্স সাঈদ আহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক অপু চৌধুরী।
রোববার (১১ জানুয়ারি) সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আরও রয়েছেন—
প্রধান পৃষ্ঠপোষক শরিফুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সিনিয়র উপদেষ্টা এম মানিক মিয়া এবং উপদেষ্টা হিসেবে জাকির খান, হালিম হাসান হীরা, মুনসুর মানিক, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু ও নিশি আলম।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে পিয়াস আফ্রিদি, সহ-সভাপতি হিসেবে এ কে এ সৈকত, শাওন ভূঁইয়া ও ডা. মাজিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জাফর হোসেন শিথিল, আব্দুর রহমান ও ইয়াকুব আলী সরকার। সাংগঠনিক সম্পাদক হামিদ মিয়া, কোষাধ্যক্ষ আর এস রহমান, প্রচার সম্পাদক হিরো মনির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা পাখি, নারী সম্পাদিকা স্বপ্ন কন্যা সোনালী, আইন ও নীতিমালা সম্পাদক ডি এ আমিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আলী আক্কাছ দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মোঃ ফরিদ খান, বৈরাগী সুজন, কানিজ ফাতেমা, এনাম চৌধুরী খোকন, বেলাল হোসেন, এস জি ফয়সাল ও রাসেল মিয়া।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় এই কমিটি ২০২৬ সালব্যাপী সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব দেশব্যাপী সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছে। বিশেষ করে করোনা মহামারি ও বিভিন্ন দুর্যোগকালে সংগঠনটির মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
নবগঠিত কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, আগামী দিনগুলোতে সামাজিক দায়বদ্ধতা, মানবিক সহায়তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করবে।
বিআলো/ইমরান



