সনদ স্বাক্ষরের প্রাক্কালে সহিংসতা, ৯০০ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই সনদ’ স্বাক্ষরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। সবগুলো মামলার বাদী পুলিশ। মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে- তার নাম রিমন চন্দ্র বর্মন।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেট এলাকায় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তিন দফা দাবি সনদে অন্তর্ভুক্ত না করায় তারা বিক্ষোভে নামেন।
সংঘর্ষের সময় আন্দোলনকারীরা চেয়ার ও বোতল নিক্ষেপ করে, পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।
বিআলো/শিলি



