সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শিবচরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মাদারীপুরের শিবচরের কাচিকাটায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা শ্রী শ্রী মহাপ্রভূ শ্রীঅঙ্গণে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের সেবক গোবিন্দ গোস্বামী ও ভক্ত নিমচাঁদ পাল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে আইসিইউ-ভেন্টিলেশন সাপোর্টে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র—এখানে ধর্মনিরপেক্ষতা দেশের মৌলিক মূল্যবোধ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে। একজনের দুঃখে অন্যজনের পাশে দাঁড়ানোর এই চিরায়ত মানসিকতা থেকেই সনাতন ধর্মাবলম্বীরা দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই সকল ধর্মাবলম্বীকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছেন। আজ তাঁর সহধর্মিণীর জন্য সনাতন ধর্মাবলম্বীদের এ প্রার্থনা সেই ভ্রাতৃত্বেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রার্থনায় উপস্থিত সবার উদ্দেশে বক্তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দীর্ঘায়ু লাভ করেন এবং আবারও দেশের নেতৃত্ব দিতে সক্ষম হন।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা বলেন,
“গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনারা যে প্রার্থনার আয়োজন করেছেন, বিএনপির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। আপনারা প্রমাণ করেছেন দেশনেত্রী সকল ধর্ম-বর্ণের নেত্রী। আমরা তাঁকে মা বলে ডাকতে অভ্যস্ত। আজ সেই মায়ের অসুস্থতায় আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। এই কঠিন সময়ে আপনারা প্রার্থনায় তাঁকে রেখেছেন—এ জন্য বিএনপি পরিবার আজীবন আপনাদের স্মরণে রাখবে।”
প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেমায়েত হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী তাইজুল ইসলাম খান সজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়াও মন্দির কমিটির সদস্য অসীত সমাদ্দার, কার্তিক ঘোষ, বিকাশ পাল, পরিমল সরকার, সুশীল পুন্ডরী, মিন্টু চক্রবর্তী, সুমন ঘোষ, সুদেব মালোসহ শতাধিক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



