• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সনির নতুন হেডফোন ১০০০এক্সএমসিক্স আনলো সনি-স্মার্ট 

     dailybangla 
    24th Jul 2025 6:55 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: দেশের বাজারে উন্মোচিত হলো সনি’র ওয়্যারলেস ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলেশন এআই টেকনোলজির হেডফোন ১০০০এক্সএমসিক্স। আনুষ্ঠানিকভাবে পণ্যটি বাজারে এনেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের পাঁচ-তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই হেডফোনটি উন্মোচন করা হয়। এসময় প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে উপহারসহ হেডফোন হস্তান্তর করে সনি-স্মার্ট।

    এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের পরিচালক তানভীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা আক্তার, সাজিয়া সুলতানা পুতুল, সাব্বির জামান, শাহরিয়ার রাফাত, বিউটি খান এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সেরা দশ জান্নাতুল ফেরদৌস অন্বেষা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান, সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

    অনুষ্ঠানে জানানো হয়, সনির এই হেডফোনটি অত্যাধুনিক নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি নিয়ে এসেছে, যা নতুন ডুয়াল প্রসেসর (কিউএনটু + ভিথ্রি) প্রসেসর ও ১২টি মাইক্রোফোন ব্যবহার করে আশেপাশের শব্দ নিখুঁতভাবে ব্লক করে দেয়। এতে রয়েছে ৩০ মিমি কার্বন ফাইবার ড্রাইভার, এলডিএসি ও ডিএসইই এক্সট্রিম প্রযুক্তি, যা উচ্চ মানের অডিও উপভোগে সাহায্য করে। এছাড়াও কলের সময় ৬টি মাইক্রোফোন ও বিটারফর্মিং প্রযুক্তির মাধ্যমে ভয়েস একদম পরিষ্কার শোনা যায় অপর প্রান্ত থেকে। হেডফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অবস্থান বুঝে সেটিংস অ্যাডজাস্ট করতে পারে এবং ৩৬০ রিয়েলিটি অডিও ও হেড ট্র্যাকিং বা জেশ্চার এর মাধ্যমে আরও জীবন্ত অডিও অভিজ্ঞতা দেয়।

    অনুষ্ঠানে আরো জানানো হয়, ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তির এই হেডফোনটি একসাথে দুইটি ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে। এছাড়াও এই ওভার হেড হেডফোনটি এলই অডিও এবং অরাকাস্ট সাপোর্টেড ডিভাইস। হেডফোনটি মাত্র ৩ মিনিট চার্জ দিলেই ৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় আর একবার ফুলচার্জে চলে প্রায় ৩০ ঘণ্টা। উন্নত মানের ভেগান লেদার হেডব্যান্ড এবং ভাঁজ করা ডিজাইনের কারণে এটি আরামদায়ক ও সহজে বহনযোগ্য। হেডফোনটি ব্ল‍্যাক, প্ল্যাটিনাম সিলভার ও মিডনাইট ব্লু-এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

    সনি-স্মার্টের পক্ষ থেকে জানানো হয়, ৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনটির স্পেশাল প্রাইজ নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহকরা প্রি-অর্ডার করেছিলেন, তারা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যান্সেলিং টেকনোলজির এই হেডফোনটি। এছাড়াও প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সাথে স্মার্ট ডিজিটাল ওয়াচ, স্মার্ট ইয়ার বাড, ১০ হাজার এমএএইচ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, এক্সেসরিজ পাউচ এর মত ৫টি নিশ্চিত উপহার এবং আরো সারপ্রাইজ গিফট তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

    উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930