• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সনি-স্মার্টের ৩০তম শোরুম এখন মাদারীপুরে 

     dailybangla 
    08th Jul 2025 6:11 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সনি-স্মার্ট এবার মাদারীপুরে তাদের ৩০তম শোরুম চালু করেছে। রোববার (৬ জুলাই ২০২৫) মাদারীপুর সদরের মিলন হল রোড, ভূঁইয়া বাড়ি মোড়ে শোরুমটির উদ্বোধন করা হয়।

    ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সনি-স্মার্টের জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী এবং সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. জুয়েল, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জানানো হয়, মাদারীপুর সদর ও আশপাশের অঞ্চলের ক্রেতারা এখন থেকে সনি’র জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সেবা হাতের নাগালে পাবেন। উদ্বোধন উপলক্ষে শোরুম থেকে প্রথম ২৫ জন ক্রেতা বিশেষ উপহার পাবেন। সনি ব্রাভিয়া ৪৩ ইঞ্চি টিভি (43X75K) কিনলে ফ্রি স্মার্ট ইয়ারবাডস এবং ৫০ ইঞ্চি টিভি (50X75K) কিনলে স্মার্ট ইয়ারবাডসের সঙ্গে অ্যান্ড্রয়েড এয়ার-মাউসও দেওয়া হবে।

    এ ছাড়া সনি-স্মার্ট শোরুমে পাওয়া যাবে জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি, ডিপ-ফ্রিজ ও এয়ার কন্ডিশনার। থাকছে আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা, ডাবল সেভিংস অফার, নির্দিষ্ট ব্যাংকের কার্ডে বিনাসুদে ইএমআই, জিপি স্টার ও নগদ অফার। জি-কেয়ার কার্ড ব্যবহারকারীরা স্বাস্থ্যসেবা ছাড়াও বেটার মিল, ক্লাউড কফি, স্যাফরন সুইটসসহ বিভিন্ন আউটলেটে বিশেষ মূল্যছাড় পাবেন।

    শোরুম উদ্বোধন উপলক্ষে সনি-স্মার্টের জেনারেল ম্যানেজার সারোয়ার জাহান চৌধুরী বলেন, “বাংলাদেশে সনি পণ্যের গ্রাহকরা অনেক সময় জেনুইন পণ্য না পেয়ে প্রতারিত হন। সেই সমস্যা সমাধানে সনি-স্মার্ট জাপানের আসল সনি পণ্যের নিশ্চয়তা দিচ্ছে। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা চালু করেছি।”

    তিনি আরও বলেন, “জি-ফাইভ পলিসি মেনে আমরা আসল পণ্যের সাথে সঠিক মূল্যে সেবা নিশ্চিত করছি। এর ফলে ক্রেতাদের আস্থা অনেক বেড়েছে। অল্প সময়েই সনি-স্মার্ট দেশের ইলেকট্রনিক্স বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।”

    প্রধান অতিথি হিসেবে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, “বাংলাদেশের বাজারে প্রবেশের পর থেকেই সনি-স্মার্ট গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। অল্প সময়ের মধ্যে দেশজুড়ে শক্তিশালী কাস্টমার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। এটি সম্ভব হয়েছে তাদের সুদৃঢ় ও স্বচ্ছ ব্যবসায়িক নীতির কারণে।”

    উল্লেখ্য, ২০২১ সালের ২৬ নভেম্বর সনি কর্পোরেশনের সঙ্গে আনুষ্ঠানিক পরিবেশক চুক্তি করে বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে সনি-স্মার্টের ৩০টি নিজস্ব শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে সারা দেশে জেনুইন সনি পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930