• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের সংগ্রাম চলবেই: বুলবুল 

     dailybangla 
    17th May 2025 6:50 pm  |  অনলাইন সংস্করণ

    জৈষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপোষহীন সংগ্রাম করার কারণে এদের চক্রান্ত আর ষযড়ন্ত্রের শিকার হচ্ছে জামায়াতে ইসলামী।

    তবে ষড়যন্ত্র যতই হোক সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবেই উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের জামায়াতে ইসলামী কাজ করছে। এজন্য এসব অপশক্তি সংঘবদ্ধভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানামূখী চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা একেকবার একেক রূপে আত্মপ্রকাশ করে।

    আজ শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষদের মাঝে সপ্তাহব্যাপী সুপেয় পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, তীব্র তাপদাহে ও খরার মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কৃষক, শ্রমিক, দিনমজুর ও পথচারীদের। এসব মানুষকে গরমে একটু স্বস্তি দিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীতে সপ্তাহ ব্যাপী সুপেয় পানি, শরবত-জুস, খাবার স্যালাইন বিতরণ করার উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামী মানুষের যেকোন দূর্ভোগে সবার আগে পাশে গিয়ে দাঁড়ায়। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বন্যা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে মানুষের কল্যাণে মানবিক দায়িত্ববোধ থেকে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁটে যান।

    কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তীব্র গরমে মানুষ যতটা তৃষ্ণার্ত হয়ে আছে তারচেয়ে বেশি তৃষ্ণার্ত আওয়ামী ফ্যাসিস্টের বিচারের জন্য। অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে জাতির তৃষ্ণা নিবারন হবে। তাই জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

    রাজধানীর পল্টন মোড়ে সুপেয় পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য যথাক্রমে ড. মোবারক হোসেন, শাহিন আহমেদ খান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ মহানগরীর নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031