সবাই তারেক জিয়ার রাজনীতি করি মাগুরায় কোন গ্রুপিং নাই : কাজী কামাল
এস এম শিমুল রানা,মাগুরা:দীর্ঘ ৭ বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একই মামলায় কারা ভোগের পর মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মাগুরা জেলা বিএনপি’র সভাপতি কাজী সালিমুল হক কামাল কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ( ২২ আগস্ট ) বিকাল ৩ টায় মাগুরার দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিটের আয়োজনে শত্রুজিৎপুর হাই স্কুল মাঠে এ গন সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাক্ষী দিতে অস্বীকার করায় মামলা দিয়ে আটক করে জেলে পাঠানো হয়। তিনি আরোও বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি কারীদের ষড়যন্ত্র বানচাল করতে হবে। মাগুরা বিএনপিতে কোন গ্রুপিং নেই, সবাই খালেদা জিয়া ও তারেক জিয়ার রাজনীতি করে। দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণ-সংবর্ধনা ও জনসভা মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল এ কথা বলেন।
এ সময় প্রধান বক্তা ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শহীদ জিয়ার পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। এবং মাগুরায় বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে কাজী সালিমুল হক কামাল আর নয়নকে সমার্থক করতে হবে। তা না হলে মাগুরা বিএনপি রক্ষা করা যাবেনা।
শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সংবর্ধনায় বক্তব্য রাখেন মহাম্মদপুর বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সৈয়দ আলী আজম সাবু, জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, অধ্যক্ষ কাবিয়ার রহমান, শাহাবুদ্দিন সোহাগ, রফিকুল ইসলাম, জাফর ইকবাল প্রমূখ। বক্তারা আগামী নির্বাচনে সকল কে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। গণ সংবর্ধনায় হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিআলো/ইমরান