সবার আগে দেশপ্রেম প্রয়োজন: সিনিয়র সচিব এবিএম শাহজাহান
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন দেশপ্রেম—এমন মন্তব্য করেছেন সিনিয়র সচিব এবিএম শাহজাহান।
শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক ছয় মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব এবিএম শাহজাহান বলেন, জাতীয় পর্যায়ে রাজস্ব আদায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে সকল করদাতা নাগরিককে কর প্রদানে ব্যক্তিগতভাবে আগ্রহী ও আন্তরিক হতে হবে। কর ফাঁকি দেওয়ার মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
১৯৯১ সালে প্রবর্তিত ভ্যাট ব্যবস্থার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সঠিক পদ্ধতিতে ভ্যাট ও ট্যাক্স প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। এ ক্ষেত্রে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার দায়িত্ব ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিশনারদের। দেশপ্রেম ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে দুর্নীতি দমনে সকল প্রতিষ্ঠানকে আরও জোরালোভাবে কাজ করতে হবে।
৬ ডি বিচ সল্যুশন কনসালটেন্সি ফার্মের আয়োজনে অনুষ্ঠিত ছয় মাসব্যাপী ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবিএম শাহজাহান আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ ডি বিচ সল্যুশন কনসালটেন্সির ব্যবস্থাপনা পার্টনার ও ইনকাম ট্যাক্স আইনজীবী মোঃ মাহমুদুল হাসান। তিনি বলেন, ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড কমপ্লায়েন্সকে একটি স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমরা রাজস্ব আদায়ের যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি এবং কর প্রদান প্রক্রিয়া সহজ করতে চাই। দুর্নীতি রোধে আমাদের সবাইকে জিহাদের মতো করে কাজ করতে হবে। স্বেচ্ছায় কর প্রদানে জনগণের অংশগ্রহণ বাড়াতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম দেলোয়ার হোসেন, এফসিএমএ; ড. নুরুল আজহার, প্রেসিডেন্ট, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন; মোঃ সাইফুল ইসলাম, এফসিএ; এনবিআরের রাজস্ব কর্মকর্তা আসিফ আহমেদসহ আরও অনেকে।
বিআলো/তুরাগ



