সবুজবাগে ব্যবসায়ীকে ডেকে নিয়ে খুন, তিন টুকরো করে বালুর নিচে চাপা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে জাকির হোসেন (৫৫) নামে এক প্লাস্টিক বোতলের ব্যবসায়ীকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে মরদেহ তিন টুকরো করে বালুর নিচে চাপা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সবুজবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ভাইকদিয়া এলাকার একটি বালুর স্তূপ থেকে জাকিরের টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকিরের ভাই শফিকুল জানান, জাকির তার পরিবার নিয়ে মানিকনগরে ভাড়া থাকতেন। বুধবার রাতে আজাহার নামে এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আজাহার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
বিআলো/সবুজ