সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গণতান্ত্রিক নয়: ব্রিটিশ এমপি
বিআলো ডেস্ক: বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না।
হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল ও ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান।
তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা ও অগ্রগতিতে ভূমিকা রাখবে, যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য।
বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, জনসমর্থন থাকা দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন। এ ক্ষেত্রে জাতিসংঘ ও মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
চার এমপি সতর্ক করে বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুলসংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।
তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক বিভাজনের দায় সব দলেরই আছে। তবে ভবিষ্যতের যেকোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে। একই সঙ্গে তারা যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন বাংলাদেশে একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয়।
বিআলো/শিলি



