সব বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের
নাজমুল হুদা, নীলফামারী: যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “সরকার সব ধরনের বাধা মোকাবিলায় প্রস্তুত। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এ দেশের জনগণ এবং ভোটাররা।”
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এর আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছয়টি সংস্কার কমিশন সরাসরি ভোটাধিকার, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করেছে। তিনি বলেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে ১২টি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “চারটি প্রশ্নের মাধ্যমে ভোটারদের গোলাপি রঙের ব্যালট পেপার দেওয়া হবে। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে সিল দিন।”
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট একটি শক্তিশালী মাধ্যম। ভোটারদের সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে তিনি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এই গণভোট বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বিআলো/ইমরান



