সব বিশ্ববিদ্যালয়কে হকারমুক্ত করতে হবে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়কে হকার ও ফুটপাতের দোকানমুক্ত করে নিরাপদ ও শৃঙ্খল ক্যাম্পাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় অনিয়ন্ত্রিত হকার ও দোকান সংস্কৃতি বন্ধ করতে হবে।
তিনি বলেন, “যারা হকার বা দোকানদার হিসেবে ব্যবসা করতে চান, তাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা যেতে পারে। চীনে দেখেছি, কোনো বিশ্ববিদ্যালয়ের ভেতর বা আশপাশে এমন ভবঘুরে পরিবেশ নেই। উন্নত দেশের কোনো বিশ্ববিদ্যালয় আমাদের মতো নয়।”
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর দেশের শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিতে হবে। আবেগ নয়, বরং শৃঙ্খল রাষ্ট্র গঠনে যুক্তি ও নীতির প্রয়োগ দরকার।
রাশেদ খান বলেন, “শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও ভালো কাজের বিরোধিতা করা উচিত নয়। দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য সবাইকে ইতিবাচক কাজে সহযোগিতা করতে হবে।”
বিআলো/শিলি



