• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সভ্যতা ও বিশ্বাসের পারস্পরিক সম্মানে তরুণদের কেন্দ্রে রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    14th Dec 2025 10:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: যুব সমাজকে ক্ষমতায়ন, প্রজন্মের মধ্যে সংলাপ জোরদার এবং সভ্যতা, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি পারস্পরিক সম্মান প্রতিষ্ঠায় বৈশ্বিক উদ্যোগের মূল কেন্দ্রবিন্দুতে তরুণদের স্থান দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘের ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (UNAOC)-এর গ্লোবাল ফোরামে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি প্রতিষ্ঠা UNAOC-এর মূল লক্ষ্য। এ প্রেক্ষাপটে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি লজিস্টিক ঘাঁটিতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান, যেখানে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান।

    তিনি আরও বলেন, আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সংলাপ জোরদার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুতি মোকাবিলা এবং গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ঘৃণা, অসহিষ্ণুতা ও ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

    ফোরামের ফাঁকে তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী নাফতি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

    এছাড়া পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী আনা ইসাবেল জাভিয়ার এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লেভেন্ত গুমরুকচু-এর সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

    উল্লেখ্য, দুই দিনব্যাপী এই ১১তম UNAOC গ্লোবাল ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ফোরামে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও বোঝাপড়ার নতুন অধ্যায় গড়ে তোলার বিষয়ে আলোচনা হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031