• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সমন্বিত চাষে পিরোজপুরে হাফেজ অলিউল্লাহ ডাকুয়ার কৃষি বিপ্লব 

     dailybangla 
    13th Jan 2026 8:28 pm  |  অনলাইন সংস্করণ

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর কলারদোয়ানিয়ায় কৃষিতে এক অনন্য বিপ্লবের সূচনা করেছেন হাফেজ অলিউল্লাহ ডাকুয়া। প্রচলিত কৃষির ধ্যানধারণাকে পুরোপুরি পাল্টে দিয়ে তিনি ‘সমন্বিত কৃষি প্রযুক্তি’ বা একাধিক ফসল ও মৎস্যচাষের মাধ্যমে একই জমিতে সর্বোচ্চ ফলন অর্জনের কৌশল হাতে নিয়েছেন। তাঁর এই অভিনব পদ্ধতি জেলাজুড়ে কৃষি সমাজের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    হাফেজ ওয়ালিউল্লাহর কৃষি বিপ্লবের মূল চাবিকাঠি হলো জমির সঠিক ও বহুমুখী ব্যবহার। তাঁর খামারে এক নজরে দেখা যায়:
    আইলে সবজি চাষ: ধানের জমির চারপাশের উঁচু আইলে লাল শাক, পালং শাকসহ বিভিন্ন মৌসুমি সবজি চাষ করা হচ্ছে।
    জলাশয়ে মৎস্যচাষ: জমির মাঝখানে বা পাশে পরিকল্পিতভাবে তৈরি করা ছোট জলাধারে চলছে মাছ চাষ।

    স্থানীয়রা জানাচ্ছেন, এই পদ্ধতি অত্যন্ত লাভজনক। ধানের সঙ্গে মাছের সমন্বিত চাষ পোকা-মাকড় প্রাকৃতিকভাবে দমন করছে এবং মাছের বর্জ্য ধানের জমিতে জৈব সারের কাজ করছে। ফলে একদিকে সারের খরচ কমছে, অন্যদিকে বিষমুক্ত সবজি ও মাছ উৎপাদন সম্ভব হচ্ছে।

    হাফেজ অলিউল্লাহ ডাকুয়া নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন,
    “পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে মাটি থেকে সোনা ফলানো সম্ভব। আমি চেয়েছিলাম অল্প জায়গায় সর্বোচ্চ ফলন কীভাবে পাওয়া যায়। আজ যখন জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছি, মনে হচ্ছে আমার শ্রম সার্থক হয়েছে।”

    তার এই মডেল এখন স্থানীয় কৃষক, বেকার যুবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনার জন্ম দিয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর খামার দেখতে আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। কৃষি কর্মকর্তাদের মতে, এই মডেল যদি সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং কৃষকদের আয় বহুগুণ বৃদ্ধি পাবে।

    জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হাফেজ অলিউল্লাহ ডাকুয়া পেয়েছেন:

    গ্লোবাল জার্নালিস্ট এসোসিয়েশন কর্তৃক গ্লোবাল জার্নালিস্ট অ্যাওয়ার্ড
    শেরে বাংলা সাংস্কৃতিক জোট কর্তৃক শেরে বাংলা স্মৃতি অ্যাওয়ার্ড
    সামাজিক পরিবেশ ও মানবাধিকার সংস্থা কর্তৃক মানবাধিকার অ্যাওয়ার্ড
    টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ কর্তৃক ট্রাব অ্যাওয়ার্ড

    ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত ধার্মিক। হাফেজ অলিউল্লাহ ছারছিনা দরবার শরীফের মুরিদ ও খাদেম। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর (রহঃ) ভক্ত তিনি এবং প্রতিটি ওয়াজ-মাহফিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

    রাজনীতিতে সরাসরি সক্রিয় না হলেও, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন সমর্থক। বর্তমানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদির পক্ষে কাজ করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ও সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, গ্লোবাল জার্নালিস্ট এন্ড কালচারাল এসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং ন্যাশনাল হিউম্যান রাইট্স এন্ড হেলথ কেয়ার সোসাইটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

    হাফেজ অলিউল্লাহ ডাকুয়ার এই উদ্ভাবনী কৃষি পদ্ধতি শুধুমাত্র পিরোজপুর নয়, সমগ্র দেশের কৃষি প্রথা বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। তার প্রচেষ্টা প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে অল্প জায়গা থেকেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব, যা কৃষি বিপ্লবের এক নতুন অধ্যায়ের সূচনা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031