সময়ের ব্যস্ততম জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর
ঈদুল ফিতরের জন্য সাত পর্বের ওয়েব সিরিজ ‘দ্বিতীয় বিয়ে’
হাতে অর্ধ ডজন সিঙ্গেল নাটক ও প্রতিদিনের ধারাবাহিক
বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের ব্যস্ততম জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা হাসান জাহাঙ্গীর একের পর এক কাজ দিয়ে দর্শকদের মাতিয়ে তুলছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন লুবকিং ইঞ্জিন অয়েল বিজ্ঞাপনের শুটিং। তার নির্মাণাধীন এবং অভিনীত অসংখ্য বিজ্ঞাপনের ভিড়ে লুবকিং ইঞ্জিন অয়েলের কাজটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
শুধু তাই নয়, গত সপ্তাহেই আরও তিনটি পণ্যের মডেল হিসেবে হাজির হয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে মিরা এগ্রো লিমিটেডের টিভিসি ও ওভিসি, যেখানে তাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন লুকে, ভিন্ন গেটআপে। এ বিজ্ঞাপন নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা শাহজাদ সাদ মান্না।
হাসান জাহাঙ্গীরের সঙ্গে এসব বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পীরা— সাব্বির, এস এম কামরুল বাহার, আইবি নূর, কাজী হায়াত, ডন ও মামুনসহ আরও অনেকে। খুব শিগগিরই বিজ্ঞাপনগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

নাটক ও ওয়েব সিরিজে ব্যস্ততা
বিজ্ঞাপনের পাশাপাশি হাসান জাহাঙ্গীর ঈদুল ফিতর উপলক্ষে নির্মাণ করেছেন সাত পর্বের ওয়েব সিরিজ “দ্বিতীয় বিয়ে”। হাতে রয়েছে আরও প্রায় অর্ধ ডজন সিঙ্গেল নাটক এবং একটি সাত পর্বের ধারাবাহিক। আগামী মাস থেকে শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটকের শুটিং। সবকিছু মিলিয়ে চরম ব্যস্ততায় দিন পার করছেন তিনি।
এছাড়াও খুব শিগগির মালদ্বীপ যাচ্ছেন কয়েকটি বিজ্ঞাপন ও টেলিফিল্মের কাজ নিয়ে।
ভাইরাল টেলিফিল্ম পিএস চাই সুন্দরী
সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে আমেরিকায় শুটিং করা তার নির্মাণাধীন টেলিফিল্ম “পিএস চাই সুন্দরী” প্রচারের পর থেকেই ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এটি মিলিয়ন ভিউর ঘরে পা রাখতে চলেছে।
এ টেলিফিল্মে মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের জুটি ভাইরাল হওয়ার অন্যতম কারণ ছিল— প্রথমবারের মতো প্রিয়দর্শিনী মৌসুমী ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। এতে তিনি হাজির হয়েছেন হাসান জাহাঙ্গীরের স্ত্রী চরিত্রে। অন্যদিকে গুরুত্বপূর্ণ বসের চরিত্রে অভিনয় করেছেন আমেরিকার এটিভি ইউএসএ চ্যানেলের কর্ণধার, নিউইয়র্কের প্রিয় মুখ আকাশ রহমান। তিনজনের দুর্দান্ত অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে, যা ইউটিউবের অসংখ্য মন্তব্যে স্পষ্ট।
দুই দেশে একসঙ্গে প্রচার
সবচেয়ে বড় সাফল্য হলো— হাসান জাহাঙ্গীরের টেলিফিল্ম পিএস চাই সুন্দরী প্রথমবারের মতো একসঙ্গে প্রচারিত হয়েছে বাংলাদেশের গাজী টিভি এবং আমেরিকার এটিভি ইউএসএ-তে। এই যুগপৎ প্রচার দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছে। ভবিষ্যতে আরও বড় বড় প্রোডাকশন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন হাসান জাহাঙ্গীর।
বিআলো/তুরাগ