সময় এলেই নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা হবে: সিইসি
dailybangla
21st Jun 2025 11:01 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সময় এলেই নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান।
সিইসি বলেন, ‘নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’
প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’
ভোটের দিনক্ষণ যথা সময়ে জানানো হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে।’
বিআলো/শিলি