সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: এম এ বাশার
নিজস্ব প্রতিবেদক: সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব—এমন মন্তব্য করেছেন মধ্য বাড্ডার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী এম এ বাশার।
তিনি বলেন, “অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই মানবিক সেতুবন্ধন রচিত হয়। আমাদের সামান্য সহযোগিতাই তাদের জীবনে এনে দিতে পারে একটুখানি সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এর মধ্য দিয়েই মানুষের প্রতি আমাদের মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পায়।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা চাইলে সহজেই এই দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং সম্মিলিত উদ্যোগে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সম্প্রতি মধ্য বাড্ডা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, “শীতের কষ্ট সেই মানুষই প্রকৃত অর্থে বুঝতে পারে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র ও অসহায় মানুষদের শীতের কষ্ট থেকে রক্ষা করা সম্ভব।”
তিনি আরও বলেন, “এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই এলাকায় দরিদ্র মানুষের কল্যাণে আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে—ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ



