সমালোচনার কেন্দ্রে থেকেও দলে আস্থার প্রতীক সাদ উদ্দিন
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ ফুটবল দলে। সবচেয়ে বেশি আক্রমণের মুখে পড়েছেন লেফটব্যাক সাদ উদ্দিন।
তবে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন তার প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বলেছেন, “সাদ এই দলের অন্যতম কারিগর। সে সেরা বলেই দলে সুযোগ পেয়েছে।”
কৌশলগত কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “দিনশেষে আমরা দেখি কতগুলো ডুয়েল সে জিতেছে, কতটা ওভারল্যাপ করেছে, কতবার ক্রস দিয়েছে- এই পরিসংখ্যানই বলে দেয় কেন সে গুরুত্বপূর্ণ।”
যদিও সোফাস্কোরের বিশ্লেষণে হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাদ ছিলেন দুই দলেরই সবচেয়ে দুর্বল খেলোয়াড়। তার ভুল থেকে একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল প্রতিপক্ষ।
তবু কোচিং স্টাফের বিশ্বাস, সাদের নেতৃত্বেই রক্ষণভাগ শক্ত হবে। আল মামুন বলেন, “আমরা জানি, সে আমাদের রক্ষণের হৃদয়। দলও উন্নতির পথে রয়েছে, খুব শিগগিরই আমরা আরও ভালো শক্তিতে পরিণত হব।”
বিআলো/শিলি



