সমালোচনা নয়, কাজই এখন আমার জবাব: দীঘি
বিনোদন ডেস্ক: শৈশবেই শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সময়ের সঙ্গে হয়েছেন আলোচিত ও সমালোচিত- তবে এখন আর এসব নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি বলেন, “একসময় ওজন বেড়ে যাওয়ায় অনেকেই আমাকে নিয়ে কটূ মন্তব্য করত। অসুস্থতার কারণে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীর ফুলে গিয়েছিল। সেই সময়টা মানসিকভাবে খুব কঠিন ছিল, কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।”
নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়লেও এখন কেবল কাজেই মনোযোগ দিচ্ছেন দীঘি। তিনি বলেন, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজ করলে সমালোচনা আসবেই, কিন্তু এখন আমি জানি- অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।”

তিনি আরও বলেন, “কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা- তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।”
বর্তমানে দীঘি সুনামগঞ্জে নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিংয়ে ব্যস্ত, যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে দেশীয় পর্বের কাজ, এরপর কিছু দৃশ্য ধারণ হবে মধ্যপ্রাচ্যের একটি দেশে।
বিআলো/শিলি



