সমালোচনা নয়, দেশ চালাতে পরিকল্পনা দরকার: তারেক রহমান
dailybangla
26th Jan 2026 12:34 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে হলে সমালোচনার পাশাপাশি বাস্তবমুখী পরিকল্পনা থাকতে হয়, যা বিরোধীদের মধ্যে তিনি দেখছেন না।
রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ এবং নারীদের জন্য সহজ শর্তে ঋণ কর্মসূচি চালু করা হবে।
পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণ যে পরিবর্তন চেয়েছিল, তা বাস্তবায়নে বিএনপি ধাপে ধাপে পরিকল্পনা প্রকাশ করছে। ভোটের মাধ্যমেই কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।
বিআলো/শিলি



